বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ রাত ০৮:০০
৯৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলার লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় পিএসসি পরীক্ষার প্রথম দিন ৯৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। লালমোহনে ৭৩১, তজুমদ্দিনে ২৪৬ এবং মনপুরায় ৯২ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। তবে সংশ্লিষ্টরা জানান, এরা মূলত প্রক্সি পরীক্ষার্থী। একই পরীক্ষার্থীকে একাধিক প্রতিষ্ঠানে তালিকাভূক্ত দেখানোতে অনুপস্থিতির সংখ্যা এত বেশি দেখা যাচ্ছে। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবছর ৩৪টি মাদ্রাসা থেকে ৬শত ৭১ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত রয়েছে ১০৪ জন শিক্ষার্থী। অপরদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১১০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২হাজার ৩শত ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৪২ জন শিক্ষার্থী। সমাপনী পরীক্ষার প্রথমদিনে ইংরেজী বিষয়ে মোট ৩০৫৯ পরীক্ষার্থী অংশ নেয়ার থাকলেও অনুপস্থিত ছিল ২৪৬ জন পরীক্ষার্থী।
অভিযোগ রয়েছে স্বতন্ত্র-ইবতেদায়ী মাদ্রাসা ও আনন্দ স্কুলের নিজস্ব কোন শিক্ষার্থী না থাকায় কেন্দ্রগুলিতে অনুপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা বেশি। স্বতন্ত্র ইবতেদায়ী ও ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’(রস্ক) প্রকল্পের আওতায় আনন্দ স্কুলের অধিকাংশ পরীক্ষার্থীই প্রক্সি পরীক্ষার্থী।
জানতে চাইলে দক্ষিণ পশ্চিম রাজকৃষ্ণ সেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান ও স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মাওঃ মোঃ নুরনবী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রক্সি পরীক্ষার্থী রয়েছে স্বীকার করে তিনি বলেন, সরকার আমাদেরকে এবছর নতুন করে সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ায় মাদ্রাসাগুলোর নিজস্ব শিক্ষার্থী না থাকায় অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী নিয়ে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়। তার মাদ্রাসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মাদ্রাসার ৭ জনের মধ্যে আমিও কিছু নিছি বাহির থেকে।
আনন্দ স্কুলের উপজেলা ট্রেনিং কো-অডিনেটর মোঃ বেলাল হোসেন বলেন, আমি শিক্ষকদের সাথে যোগাযোগ করার পর তারা বলছে তাদের প্রকৃত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি শিক্ষার্থী ডিয়ারভূক্ত হওয়ার পর যোগদান করায় এ সম্পর্কে ভালো বলতে পারবো না। তবে আনন্দ স্কুলের কোন স্কুল ঘর নেই সেটি তিনি অকপটে স্বীকার করেন। জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, আসল পরীক্ষার্থী না প্রক্সি পরীক্ষার্থী তা দেখা আমাদের দায়িত্ব নয়। তারা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় আমাদের মাধ্যমে শুধু রেজিষ্ট্রেশন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী বলেন, এসব পরীক্ষার্থীদের ডিয়ারভূক্ত করছেন প্রাথমিক শিক্ষা অফিস। যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রক্সি না আসল পরীক্ষার্থী সেটা প্রাথমিক শিক্ষা অফিসই ভাল বলতে পারবে।
লালমোহন প্রতিনিধি জানান, লালমোহনে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) ও এবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে ৭৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পিইসি মোট ৫৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৭ জন অনুপস্থিত থাকে। অন্যদিকে এবতেদায়ীর ২৭০৯ পরীক্ষার্থীর মধ্যে ৪৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আইয়ুব আলী জানান, রোববার একযোগে ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হয় লালমোহনে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) ও এবতেদায়ী পরীক্ষা। উপজেলার মোট ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মনপুরা প্রতিনিধি জানান, মনপুরা উপজেলায় অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে শান্তিপূর্ন ভাবে ৬টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬ টি কেন্দ্রে মোট ১৩০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। ইবতেদায়ী মোট ৩৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও ৩১ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। স্কুল ও মাদ্রাসায় সর্বমোট ১৫৪৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পরীক্ষা দিয়েছেন। সর্বমোট ৯২ শিক্ষার্থী প্রথম দিনের ইংরেজি পরীক্ষায় কেন্দ্রে অনুপস্থিত। হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মনোয়ারা বেগম বলেন, অত্যান্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমার কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সর্বমোট ৩০৬ জন পরীক্ষাথী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ২২ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, অথ্যান্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে ছাত্র-ছাত্রীরা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।
এব্যাপারে মনপুরা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম বলেন,৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ পরিদর্শন করেছেন। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্বে একজন সরকারী কর্মকর্তাকে দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন,অত্যান্ত মনোরম পরিবেশে সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের পরিবেশ অত্যান্ত ভালো ছিল।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক