অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


নতুন শিক্ষা কারিকুলাম বিষয়ক ভোলায় মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ রাত ১১:১৩

remove_red_eye

৩৭৯




মলয় দে : ভোলায় ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কীমের আওতায়   মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের ২০২৩ সালের নতুন শিক্ষা কারিকুলাম বিষয়ক ৪ দিন করে ৩ ব্যাচে ১২ দিন ব্যাপী প্রশিক্ষন কাযর্ক্রম শুরু হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ঢাকা থেকে ৬৪টি জেলা সদরে একযোগে ভার্চ্য়্যুালি যুক্ত হয়ে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)এর আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এ প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষনে জেলার ৫১৯ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন।
বুধবার সকালে প্রশিক্ষন কার্যক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও ভোলা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম সালাউদ্দিন আহমেদ।
এ জেলায় ৩ টি ধাপে প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৩টি ধাপে মোট ৫১৯ জন প্রশিক্ষণ গ্রহন করবে। এখন ১ম ধাপে লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার ১৫৭ জন প্রতিষ্ঠান প্রধান এ প্রশিক্ষনে অংশ নিয়েছে। পর্যায়ক্রমে ২য় ও ৩য় ধাপে বাকী প্রধান শিক্ষকদেরকেও এই প্রশিক্ষন কার্যক্রমের আওতায় আনা হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০মিনিট পর্যন্ত বরিশালের শহীদ আব্দুর রব সেনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের ৩জন সহযোগী অধ্যাপক ও ভোলা সদর উপজেলা ৩জন একাডেমিক সুপার  প্রতি কক্ষে ২ জন করে মোট  ৩টি কক্ষে ৬জন প্রশিক্ষন দিয়ে থাকেন। আগামী ১লা এপ্রিল এই প্রশিক্ষন কার্যক্রমের ১ম ধাপের প্রশিক্ষন শেষ হবে, মুঠোফোনে এমনটাই জানান জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।





আরও...