অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা থেকে যাত্রবাহী বাসে পরিবহন করা হচ্ছে তরমুজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ রাত ১১:১১

remove_red_eye

২৭১




শফিক খাঁন ,ইলিশা সংবাদদাতা : পন্যবাহী ট্রাক লড়ির ভাড়া বেশী এবং যথা সময়ে পন্য পরিবহনের গাড়ি না পাওয়ায় কারনে বিকল্প যান হিসেবে যাত্রীবাহী বাসে তরমুজ পরিবহন করছেন চাষীরা। ভোলা টু চট্রগ্রাম রুটে চলাচল করা বাসে যাত্রীর পরিবর্তে তরমুজ পরিবহন করতে দেখা যায়।  
চট্টগ্রাম মেট্রো ২২৪৩ যাত্রী বাহী বাস চালক আঃ রাজ্জাক তার চালিত যাত্রী বাহী বাসে তরমুজ বোঝাই কেন জানতে চাইলে তিনি বলেন ট্রাক লড়িতে ভাড়া অনেক বেশি এবং পাওয়া যায় না । আবার গাড়ি পাইলেও ফেরি পারারের জন্য সীমাহীন অপেক্ষায় থাকতে হয়। যাত্রী বাহী গাড়ি অপেক্ষায় থাকতে হয় না তাই দ্রæত পারহওয়ার জন্য বিকল্প ভাবে যাত্রী বাহী বাসে তরমুজ বোঝাই করা হয়েছে। আব্দুর রাজ্জাক তরমুজ নিয়ে চট্টগ্রামের ফেরাঙ্গি বাজারের উদ্দেশ্য ভোলার চরফ্যাশন থেকে রওয়ানা করে এছেন বলেও জানান।
যাত্রী বাহী বাসে পন্য সামগ্রী বহন করে ফেরি পারাপারের বিধান রয়েছে কিনা এ বিষয়ে কথা হয় বিআইডবিøউটিসির কর্মকর্তা পারভেজ খানের সাথে। তিনি বলেন ,যাত্রীবাহীবাসে যাত্রী ব্যাতিরেখে পন্যপরিবহনের বিষয়টি বাসমালিক কর্তৃপক্ষ দেখভাল করবেন। আমাদের বিষয় গাড়ি আসলেই পার করে দিবো।





আরও...