অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার বোরহানউদ্দিনে দুদকের গণশুনানি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:৩১

remove_red_eye

৮৪৬



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুদুকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুনীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম উন্নয়নের মডেল। আগামী ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ৩০টি সমৃদ্ধ দেশের তালিকাভুক্ত হওয়ার কঠিনতম চ্যালেঞ্জে অংশ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেলেও পুরোপুরি মুক্তি দিতে পারেননি। আজকে তার সুজোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হানিার নেতৃত্বে আমরা মুক্তির পথে এগুচ্ছি। তাই এখনই দুর্নীতিকে না বলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজীর সভাপতিত্বে শুনানিতে আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি অফিসসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে আগতরা তাদের বক্তব্যে তুলে ধরেন।