অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শব্দ দূষণের দায়ে যানবাহনের চালকদের জরিমানা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

২৫৫

হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরে আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে শব্দের মানমাত্রা অতিক্রমকারী ৩টি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যেগে এ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার আদালত অর্থদন্ড প্রদান করে।
অভিযানে মোট ১০ টি যানবাহনের শব্দের মানমাত্রা পরীক্ষা করা হয়। এসময় শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহনের চালক এমদাদুল ইসলামকে ২ হাজার টাকা, মো: নুরুদ্দিনকে ২ হাজার ও মো: নয়নকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত বিষয় সম্পর্কে চালকদের অবহিত করা ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো: তোতা মিয়াসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।






আরও...