অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৫৭৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় পূর্ব শত্রুতা ও  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো: তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজরার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে। এদিকে নিহতের পরিবার বলছে মাদক সেবনে বাধা দেয়ায় বাবুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হারুন, রনি, নিজামসহ তাৎক্ষণিক ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘ কয়েকবছর ধরে মো: হেলাল হাওলাদার ও আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার ও জমির বিরোধ নিয়ে দ্ব›দ্ব ও মামলা চলে আসছিল। জামিনে আসার পর সোমবার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাজাপুরের শ্যামপুর এলাকায় হেলাল হাওলাদারের ছেলে বাবুর অটোরিকশা গতিরোধ করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এতে বাবু গুরুত্বর আহত হলে স্থানীয়রার তাকে গুরুতর অবস্থায়  উদ্ধার করে তাকে রাতে ভোলা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশাল রেফার্ড করে। বরিশাল নেয়ার পথে ভোর রাতে বাবুর মৃত্যু হয়।  এদিকে নিহত বাবুর পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলছেন, মাদক সেবনে বাঁধ দেয়ায় সংঘবদ্ধ একটি মাদক সেবী চক্র বাবুকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের ফাঁিসিসহ কঠোর বিচার  চেয়েছেন তারা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির জানান,এ ঘটনায় নিহতের রড় বোন শিখা আক্তার বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেন। বলে জানান ।









আরও...