অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সক্ষমতা অর্জনের বিকল্প নেই : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৪০৯

এম নয়ন , তজুমদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যেগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তজুমদ্দিন উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৯০ জন মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে ট্যাব বিতরণ করা হয়। 
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে  আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে।  আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। যাতে তারা উন্নত বিশ্বের  সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন আয়ত্ত করতে পারে।শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সক্ষমতা অর্জনের বিকল্প নেই
 
পরে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আড়ালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কালাশা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, চাচড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর মাধ্যমিক বিদ্যালয়,  চর জহির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,  নিশ্চন্তপুর সিকদার বাজার মাধ্যমিক বিদ্যালয়,  পপশ্চিম কোড়ালমারা ইয়াছিন গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়,  কোড়ালমারা বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়,  দক্ষিণ চাচড়া মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীর মাঝে এমপি শাওন এ ট্যাব বিতরণ করেন।
এছাড়াও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ১৪টি গরু ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৫শ কৃষকের মাঝে ৫ কেজি আউস ধানের বীজ ও ২০ কেজি সার বিতরণ করেন।
এসময় উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, পরিসংখ্যান সহকারী মোঃ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার,
 উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।