অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:২৬

remove_red_eye

৯০৬



তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার সোমবার দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, ইয়াছিন গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউছুফ মিঝি, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিক উল্যাহ, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝান্টু, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হান্নান কবির, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক ও ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য শরীফ মোঃ আল-আমীন, ম্যানেজিং কমিটির মোঃ মনির উদ্দিন, সুলতান গিয়াস উদ্দিন দুলাল, নজরুল ইসলাম, মিতু বেগম, মোঃ আলমগীর, সহকারী শিক্ষক মোঃ অহিদ উল্যাহ, রফিকুল ইসলাম, তৌরিকুল ইসলাম প্রমুখ।