অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় স্কাউটস’র প্রধান জাতীয় কমিশনারকে সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:২৫

remove_red_eye

৭৫৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক  : বাংলাদেশ স্কউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এর ভোলায় আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে ভোলা জেলা স্কাউটস। সোমবার সন্ধ্যায় ভোলা সার্কিট হাউজ হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা স্কাউটস এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পরে জেলা নেতৃবৃন্দের সাথে তিনি এক চা চক্রে মিলিত হন।
এ সময় তিনি সকলকে আন্তরিকভাবে কাজ করে স্কাউটস এর কার্যক্রম আরো গতিশীল করতে আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ শাফিয়া খাতুন, মো. মহিউদ্দিন, কমিশনার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন শাহিন, সদর উপজেলা স্কাউটস কমিশনার মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান রিপন, জেলা কাব লিডার নাহিদ মোর্শেদা মিশু প্রমুখ।