অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নির্ধারিত মূল্যে চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৩৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে  ভোলায় বাজার মনিটরিং ও অভিযান চালিয়েছে  ভোলা জেলা প্রশাসন। পণ্য তালিকা প্রদর্শন না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যে চেয়ে অধিকমূল্যে মালামাল বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে ভোলার শহরের কাঁচা বাজারের এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভোলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সূজা।
দন্দপ্রাপ্তরা হলেন, ভোলার কাঁচা বাজারের পাইকারী আড়তদার আলাহ্ দান বাণিজ্যলয়ে মালিক মোঃ সিরাজের ৫ হাজার, বিসমিল্লাহ বাণিজ্যলয়ের মালিক মোঃ নিমাজুল হকের ৫ হাজার ও খুবরা ব্যবসায়ী মোঃ মামুনের ৫শ টাকাসহ মোট ১০ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভোলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সূজা জানান, মূল্য তালিকা প্রদর্শণ না করে সাধারন ক্রেতাদের কাছে কোন ব্যবসায়ী যাতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিতে না পারে সেজন্য তারা নিয়োমিত, কাঁচা বাজার, মাংসের দোকান, মুদিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আসছেন। পুরো রমজান মাস জুড়ে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।





আরও...