অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


কুকরি মুকরিতে প্রকৃতি ও পরিবেশ ব্যবস্থা পরিদর্শন উপযোগী নৌকা বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:৪৮

remove_red_eye

৭২৯



চরফ্যাসন প্রতিনিধি : কমিউনিটি ইকো ট্যুরিজম উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় পর্যটন এলাকা খ্যাত চরফ্যাসন উপজেলার কুকরি মুকরিতে স্থানীয়দের মাঝে প্রকৃতি ও পরিবেশ ব্যবস্থা পরিদর্শন উপযোগী ১০টি নৌকা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর উদ্যোগে ও পল­ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এসব নৌকা বিতরণ করা হয়।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃমইনউদ্দিন আব্দুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোঃ ফজলুল কাদের, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, পরিবার উন্নয়ন সংস্থার পরিচালক কামাল হোসেন এবং জনউন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন মহিন উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।