অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৪

remove_red_eye

৪৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টার দিকে ভোলার শহরের বাংলাস্কুল মাঠে  ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় ঢাকা থেকে যুক্ত হয়ে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর্ন্তজাতিক বিশ্বে মর্যাদা লাভ করেছে। তাই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। আর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল একটি র‌্যালী রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মাঠে এসে শেষ।  র‌্যালী ও আলোচনা সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সংঠনটির নেতা-কর্মীরা।





আরও...