অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৩ বিকাল ০৪:২৮

remove_red_eye

২৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলায় রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকালে  শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে¢ ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ তৌফিক ইলাহী চৌধুরী, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ পুস্প মাল্য দিয়ে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও  ভোলা যুগীরঘোল এলাকায় বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।  এর পর সকাল ৮ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠান হয়েছে।





আরও...