অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের বাজার মনিটরিং


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ রাত ০৮:০২

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোলা পুলিশ সুপারের উদ্যেগে বাজার মনিটরিং করা হয়েছে।  শনিবার  দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের চক বাজার,কাচাঁ বাজার,কিচেন মার্কেট সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এসময় বাজারের সকল ব্যবসায়ীকে পন্যের তালিকা টানানো  এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি না করার নির্দেশ প্রদান করেন। এদিকে পুলিশের পক্ষে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

রমজানে বাজার অ¯ি’তিশীল করলে কঠোর ব্যব¯’া নেয়ার হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন,রমজানে মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুদ করে অতিরিক্ত দামে পন্য বিক্রি না করে,সেজন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।কেউ অযথা নিত্যপণ্য দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে অ¯ি’তিশীল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যব¯’া নেয়া হবে বলে জানান।  এসময় উপ¯ি’ত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,রিপন চন্দ্র সরকার, ভোলা জেলা  ডিআইও-১ মীর খাইরুল কবীর,ভোলা থানার অফিসার ইনচার্জ মো: শাহীন ফকির,ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)  আব্দুল গনি প্রমুখ।





আরও...