অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে গণহত্যা দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৩৫০

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার(২৫ মার্চ) সকালে  ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের দিনের কর্মসূচি শুরু করেন।  সকাল সাড়ে ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় তিনি বলেন, মার্চের প্রতিটি দিনই খুবই গুরুত্বপূর্ণ। বাঙ্গালিকে চিরতরে ধ্বংস করে দেয়ার জন্যেই ২৫ মার্চের কালরাত্রিতে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাক বাহিনী। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের শুধু মাটি থাকবে কোন মানুষ থাকবে না। ২৫ মার্চের ইতিহাস জানতে হলে তার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। ২০১৮ সালে গণহত্যা দিবস হিসেবে
স্বীকৃতি পেয়েছি। তবে এখনও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। আশাকরি অল্পসময়ের মধ্যে আমরা সেই স্বীকৃতি পেয়ে যাব। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার(ভূমি)মুন্নী ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ওসি মনির হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ শে মার্চ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন কারা হয়।