অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৪:১৭

remove_red_eye

১৩২

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ  দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
আজ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী সব শহীদদের রূহের মাগফিরাত এবং যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহীউদ্দিন কাসেম। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভনর্সের গভর্নর মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ডা. নাছিম উল গণি খান প্রমুখসহসহ কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। 
এছাড়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

সুত্র বাসস