অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকরা বোরো আবাদে ব্যস্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:১৩

remove_red_eye

১০৭৫

আকতারুল ইসলাম আকাশ :  বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন ভোলার কৃষকেরা। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কাকডাকা ভোরে জমিতে ছুটে চলেছেন কিষান-কিষানি। উদ্দেশ্য একটাই, বীজতলা তৈরী করা এবং তৈরী করা বীজতলা থেকে পাতো (ধানের ছোট চারা) তুলে জমিতে লাগানো। অনেক এলাকায় এখন অনেকে বীজতলা তৈরী করছেন। আবার অনেকে বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন। কৃষকেরা এখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই ভোলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকেরা কয়েকদশ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ করে থাকেন। এ বছরও তার ব্যত্যয় ঘটবে না।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর পাতা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, তিনি গতবার এক একর জমিতে বোরো ধান লাগিয়েছেন। ভালো ফলন পাওয়ায় এবার আগেভাগে দেড় একর জমিতে বোরো আবাদ করার চেষ্টায় আছেন। ইতিমধ্যে বেশির ভাগ জমিতে চারা লাগানোর কাজ শেষ হয়ে গেছে। আর সামান্য জমি বাকি আছে।রাজাপুর উপজেলার চর মনষা গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, তিনি ইতিমধ্যে ১০ জন শ্রমিক লাগিয়ে চার একর জমিতে চারা রোপণের কাজ শেষ করেছেন। এখন সেচও সার দেওয়া বাকি।জেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ূন আহমেদ জানান, এবার জেলায় প্রায় ৫১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের চেয়ে আরও কয়েক শ হেক্টর জমি বোরো আবাদের আওতায় চলে আসবে।