অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে খামারীদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৩০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখানে পোল্ট্রি খামারিদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান উপজেলার মিয়ারহাট গ্রামীন জন উন্নয়ন সংস্থার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রানিসম্পদ খাতের  আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।
সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ অরুন কুমার সিংহ ও টেকনিক্যাল অফিসার ডাঃ  আবদুর রহিম।
দিনব্যাপি এ কর্মশালায় এলাকার ৩৫ জন  খামারী অংশ নেয়।
বক্তারা নিরাপদ পোল্ট্রি পালনে নিয়মিত ভ্যাকসিন দেয়া, খামার পরিস্কার ও জীবানুমুক্ত রাখার ওপর গুরুত্বপুন্য আলোচনা করেন। পাশাপাশি নিরাপদ পোল্ট্রি বাজারজাত করতে প্রযোজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ^াস প্রদান করেন।