অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সিআইসি আবদুল মালেকের শ্রদ্ধা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

১৪৯

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার (সিআইসি) ড. আবদুল মালেক আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। 
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান তথ্য কমিশনার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। 
পরে তিনি সেখানে দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।

সুত্র বাসস