অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩২

remove_red_eye

১৯৫

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে পরাজিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ১৩.১ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছিল। 
বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

সুত্র বাসস





আরও...