অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানগঞ্জে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২০ ভোর ০৪:৩১

remove_red_eye

৮৪৩


মোঃ জহিরুল ইসলাম বাপ্পি : বোরহানগঞ্জ এ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা বারোটার সময় স্থানীয় বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর পুরাতন ভবনে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী।
এজেন্ট ব্যাংকিং আউটলেট বোরহানগঞ্জ বাজার শাখার এজেন্ট মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান নাগর হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব জহিরুল আলম, এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মালেক মিয়াসহ অন্যান্য ব্যবসায়ীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোরহানগঞ্জ বাজার উত্তর মাথা জামে মসজিদেও ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম।