অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানের মেঘনায় ৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ রাত ০৮:০৯

remove_red_eye

২৫৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানের মেঘনায় ইলিশের অভয়াশ্রমে অভিযান চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে প্রায় ৮ লাখ টাকার জাল জব্দ  করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার  দৌলতখান উপজেলা ট্রাক্সর্ফোস ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার এসব জাল জব্দ করে। দৌলতখানের মদনপুর চর হতে চর পিয়াল পর্যন্ত  ৯০ কিলোমিটার নদীর অভয়াশ্রম এলাকায়  মার্চ-এপ্রিল দু মাস মাছ শিকার নিষিদ্ধ থাকলেও মানছে না প্রভাবশালী জেলেরা। আইনের তোয়াক্কা না করে এসব ক্ষমতাধর প্রতাব ও প্রভাবশালী জেলেরা মেঘনায় অবাধে মাছ ধরার সময় অভিযান চালিয়ে অবৈধ খুটি জাল ও পাইজাল জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজ হাচনাইন জানান, হাজীপুর মেঘনা নদীর এলাকা থেকে ৪০ হাজার মিটার খুটি জাল, ২শত ৫০টি খুটি, মদনপুর এলাকার  মেঘনা থেকে ১৪ মার্চ ৪০ হাজার মিটার পাইজাল জব্দ  করা হয়। পেট্রোল চালিত করাত দিয়ে খুটি জালের এসব খুটি কেটে দেয়া হয়। জানা যায়, জব্দকৃত এসব জাল মিজান মেম্বার,  চকেট জামালসহ জনৈক প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীর। জব্দকৃত অবৈধ খুটি জাল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত পাইজাল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।