অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


নৌকার গান গেয়ে চরফ্যাসনের ফিরোজ প্লাবনের জনপ্রিয়তা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২০ রাত ০৩:১৫

remove_red_eye

১২৬৮



চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের কৃতিসন্তান ফিরোজ প্লাবন।ছোটবেলা থেকেই গানবাজনা আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতিতে জড়িত।বাবা সৈয়দ আহম্মদ হাওলাদার পুত্রের গানবাজনাতে অনুপ্ররণা।
 ফিরোজের গান ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে  ও তার কণ্যা জননেত্রী শেখ হাসিনার গতিময় উন্নয়নের অগ্রযাত্রাকে জনগনের মাঝে তুলে ধরা। একজন  নাগরিক হিসেবে তিনি মনে করেন  দেশের জন্য একজন শিল্পি হিসেবে তার  দায়িত্ব। সেই ভালোবাসা থেকেই বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে  তার গানে প্রতিটি নির্বাচনে নৌকার জয়গান।  ফিরোজ প্লাবন একান্ত সাক্ষাৎকারে  কথাগুলো বলেন।

নৌকার জয় শিরোনামের গান গেয়ে দেশের প্রতিটি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সঙ্গীতশিল্পী ফিরোজ প্লাবন। এবার ও ঢাকা সিটি নির্বাচনকে ঘিরে দুই সিটি মেয়র প্রার্থীদের প্রচারণামূলক গান গেয়ে ইউটিউবে ভাইরাল এই শিল্পী। এছাড়া ঢাকার প্রতিটি অলিতে গলিতে এখন ধ্বনিত হচ্ছে ফিরোজ  প্লাবনের দুই সিটির নৌকা প্রতীকের দুই মেয়র প্রার্থীর জন্য নিজ উদ্যোগে গাওয়া গানগুলো।

সিটি কর্পোরেশন নির্বাচন কে ঘিরে আতিক ভাইয়ের জয় ও তাপস ভাইয়ের জয় শিরোনামের বেশ কয়েকটি গান বাজনা মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে।

এবিষয়ে সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী ফিরোজ প্লাবন আরও বলেন,আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে দেখতে চেয়েছি। বঙ্গকণ্যা জননেত্রী শেখহাসিনার অবদান দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে নৌকা প্রতীককে ভালোবাসতে। আমি আমার মন থেকে নৌকার জয় গান গাই, আর যতদিন বেঁচে থাকবো গেয়ে যাবো ইনশাআল্লাহ।
এই শিল্পী আলোচিত গানের মধ্যে জয় বাংলা বাংলার জয়, নৌকার জয়, শেখ হাসিনার জয়, নৌকাতে ভোট দিও, বারবার দরকার শেখহাসিনার সরকার, শিরোনামের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।