অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


টি-টোয়েন্টি দলে নতুন মুখ রিশাদ-জাকের, বাদ আফিফ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

২০৭

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরেছিলেন পেসার শরিফুল ইসলাম। এবার টি-টোয়েন্টি দলেও ফিরলেন তিনি। গেল বছরের নভেম্বরে সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন শরিফুল।  
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স আছে জাকেরের। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে ২২৮২ রান, ৭১টি লিস্ট ‘এ’ ম্যাচে  ১৫৬০ রান ও ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৮৭ রান করেছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ম্যাচের ১১ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫ রান করেন ২৫ বছর বয়সী জাকের।
১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯টি, ১টি লিস্ট ‘এ’তে উইকেটশূন্য ও ১৪টি টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী রিশাদ।
জাকের ও রিশাদকে দলে নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে জাকেরের পারফরমেন্স বিবেচনা করেছি। ‘এ’ দলেও যথেস্ট ভালো করেছে সে। এজন্য তাকে দলে নেয়া হয়েছে। আয়ারল্যান্ডের সাথে  আমরা রিশাদকে দেখতে চাচ্ছি। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে দলে নেয়া হয়েছে। সে আমাদের এইচপির সাথে অনেক দিন কাজ করেছে। আশা করি, যারা নতুন এসেছে তারা নিজেদের মেলে ধরতে পারবে।’
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ইংলিশদের হোয়াইটওয়াশ করা দলে পরিবর্তনের কারণ হিসেবে মিনহাজুল আবেদীন বলেন, ‘ইংল্যান্ডের সাথে আমরা খুবই সফল একটা টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য এটি মাইলফলক। ইংল্যান্ডের পর ব্যাক-টু-ব্যাক সিরিজ খেলছি আমরা। আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু খেলোয়াড়কে দেখার সুযোগ তৈরি হয়েছে। এ কারণেই আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি।’
আগামী ২৭ মার্চ থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

সুত্র বাসস