অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে ২ ইউপি’র নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২০ রাত ০৩:০৭

remove_red_eye

৬৫২


এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ও নুরাবাদ ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের সফত গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সফত গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, উপজেলা আওয়ামিলিগ যুগ্ন সাধারণ সম্পাদক জাহের ভূইয়া, চরফ্যাশন সদর থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র, আহম্মদপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফকরুল মিয়া ও নুরাবাদ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান বির মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,ঢালচর ইউপি চেয়ারম্যান আঃ সালাম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা আষিশ কুমারের সঞ্চালনায় দুই ইউনিয়নের নব নির্বাচিত ২৪জন সদস্যকে (সংরক্ষিত মহিলা সদস্য সহ) সফত বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপজেলা পরিষদের আয়োজনে শফত গ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের দুরদর্শি উন্নয়ন আজ বিশ্বের বুকে মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। এদেশের সমাজ থেকে সন্ত্রাশ,চাঁদাবাজ,দুর্নিতি,বাল্যবিবাহ,জুয়াসহ মাদককে দুর করতে হলে তৃনমূলের প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সাবেক উপমন্ত্রী চরফ্যাশন ও মনপুরার স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের উন্নয়নের চমকে ভোলার দক্ষিনাঞ্চল তথা দুর্গম চর চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দৌরগোড়ায় আজ সরকারি সেবা পৌছে গেছে। তাই সরকারের সমৃদ্ধশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রত্যেক চেয়ারম্যান ও ইউপ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে দৃঢ়চিত্তে কাজ করে যেতে হবে। এর আগে এ দুই ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানদের ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সফত বাক্য পাঠ করানো হয়।