অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংর্বধনা প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

৪০৩

মলয় দে: ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং একই সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় স্কুলটির মিলনায়তনে তাদেও নিজস্ব আয়োজনে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে।২ শত ৩৪জন এসএসসি পরীক্ষার্থী ও ৩০ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের এ সংর্বধনা দেয়া হয়।
দিবা শিফটের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির’র সঞ্চালনায় ও ভারপ্রাপÍ প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।এরপর শুরু হয় মানপত্র পাঠ।বর্তমান ছাত্রদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দিবা শিফটের ১০ম শ্রেণীর ছাত্র ইকরামুল মাহমুদ এবং পরীক্ষার্থীদের মধ্যে পাঠ করেন আতিকুল ইসলাম।মানপত্র পাঠের পর পরীক্ষার্থী ও বর্তমান ছাত্রদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন অনেকেই।এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, দিবা শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান কবির ,প্রভাতি শিফটের ফাতেমা জোহরা,দিবা শিফটের ১০ম শ্রেনীর ক্লাস টিচার জামাল উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শুরুতেই তিনি বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বলেন,তোমাদের এমন ফলাফলে আমি অনেক আনন্দিত। ভবিষৎতে আমি তোমাদের কাছ থেকে আরো ভালো ফলাফল আশা করছি।তিনি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার পূর্ব প্রস্তুতি ও পরীক্ষা চলাকালীন সময়ে যা যা করণীয় সে সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত সকলের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। জানা যায়, এ বছর স্কুলটির উভয় শিফট মিলে তিনটি বিভাগে মোট ২শত ৩৪জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।


 






আরও...