অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় উপকারভোগীদের মাঝে সঞ্চয় বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

২৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভালনারেবল ইউমেন বেনেফিট কর্মসূচির আওতায় ভোলায় উপকারভোগীদের মাঝে সঞ্চয় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত সংস্থা-এএস এর আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় সদর উপজেলার ইলিশা পরিষদ হলরুমে ২৭৮ উপকারভোগীদের মাঝে এসব সঞ্চয় বিতরণ করা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ছোটন, ইউপি সচিব মোঃ নোমান, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম এবং ওবডব্লিউবি কর্মসূচির সহযোগি সংগঠন অগ্রদূত সংস্থা-এএস এনজিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন চৌধূরী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়ন এবং মহিলা বিষয়ক অধিদফতর নারীদের উন্নয়নে সরকারের বিভিন্ন সহযোগিতা প্রদানের ওপর বিশদভাবে আলোচনা করেন।





আরও...