অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাংবাদিকদের সাথে চরফ্যাশন কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ ভোর ০৪:১১

remove_red_eye

৯৭৪


চরফ্যাসন প্রতিনিধি :  চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গঠিত সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে চরফ্যাশন কলেজ ক্যাম্পাসে আয়োজিত মতবিনিময় সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কলেজটির অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল বলেন, সাফল্যের সোনালী সোপান পার হয়ে সম্ভাবনার শতবর্ষে চরফ্যাশন সরকারি কলেজ পদার্পণ করেছে। এই কলেজের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে আগামী ১ফেবরুয়ারী সুবর্ণ জয়ন্তী উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি এবং জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনে তিনি সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন বক্তব্য রাখেন।
বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।