অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ইলিশায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন , পোষ্ট অফিস ভাংচুর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ ভোর ০৪:০৩

remove_red_eye

৬৪৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে তৃতীয় শ্রেণীর ছাত্রী এক শিশুকে ধর্ষনের ঘটনার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ধর্ষনের ঘটনার ৪ দিন পরও বৃহস্পতিবার পর্যন্ত  অভিযুক্ত ধর্ষক পোস্ট অফিসের পোষ্টম্যান লম্পট শের আলীকে পুলিশ গ্রেফতার করতে না পারায় উত্তেজিত জনতা ইলিশা শাখা পোষ্ট অফিস ভাঙচুর করেছে।অপরদিকে অভিযুক্ত ধর্ষক শের আলীকে পোষ্ট অফিসের চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী বিশাল মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে ওই শিশুর বিদ্যালয়ের সহপাঠী,শিক্ষক,অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার ধর্ষক শের আলী পোশাকের প্রলোভন দেখিয়ে ঐ ছাত্রীকে তার পোস্ট অফিসের কক্ষে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি ধর্ষক শের আলী। বক্তারা বলেন, ধর্ষকের ফঁসির দাবী জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা  না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন। এদিকে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উত্তেজিত জনতা ধর্ষনের ঘটনা স্থল ইলিশা শাখা পোষ্ট অফিসে হামলা চালিয়ে দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করেছে।
এদিকে ভোলা প্রধান ডাকঘরে পরিদর্শক এমরান হোসেন সাংবাদিকদের জানান,তারা ইলিশা পোষ্ট অফিসে ধর্ষনের ঘটনার অভিযুক্ত এক্সটা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট (এডিডিএ) শের আলীকে  গত ২১ জানুয়ারি থেকে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।