অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নিরাপদ পোল্ট্রি উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

২৭০


বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগরে নিরাপদ পোল্ট্রি উৎপাদন বিষয়ক দিনব্যাপি খামারীদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার স¤প্রসারণ উপ-প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রশিক্ষনের আয়োজন করে।
প্রশিক্ষনের উদ্ধোধন করেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার পরিচালক( কর্মস‚চি) হুমায়ুন কবীর আরো বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষনে ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেয়। প্রশিক্ষনে বক্ত্রা নিরাপদ পোল্ট্রির খাদ্য ব্যবস্থাপনা, বিজ্ঞান সম্মতভাবে পোল্ট্রি পালনের গুরুত্ব, গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে পোল্ট্রি পালনের প্রয়োজনীয়তা এবং পোল্ট্রি পালনে প্রতিবন্ধকতা বিষয়ে গুরুত্বপ‚র্ণ আলোচনা করেন।





আরও...