অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে স্কুল ছাত্র নিখোঁজ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৩০১

তজুমদ্দিন প্রতিনিধ: ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ হাসিব নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও সন্ধান মিলেনি। নিখোঁজ  মোঃ হাসিব (১৬) চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের মহিউদ্দিন চৌকিদার বাড়ির মোঃ মফিজ ও আমেনা বেগমের ২য় সন্তান। তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি নং ৫২৫, তারিখ -১৫-০৩-২০২৩ ইং।
নিখোঁজ সিহাবের পিতা মোঃ মফিজ জানান, গত  ৭ মার্চ পালনের উদ্দেশ্য স্কুল পোশাক পড়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তবে পরিচিত কয়েকজন আমার ছেলেকে চৌমুহনী লঞ্চঘাটে ঘোরাঘুরি করতে দেখেছে।
চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন বলেন, ছাত্র নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ওই ছাত্রের বাবা মার সাথে আলাপ করে মনে হয়েছে সে বাড়ি থেকে পালিয়ে গেছে।