অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


খাদ্য নিরাপত্তায় চরফ্যাশনে র‍্যালী অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২৬৪

চরফ্যাশন প্রতিনিধিঃ নাগরিকের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে "নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক অভিযান" শীর্ষক স্লোগানে এক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় চরফ্যাশন পৌর সদর রোডসহ বাজারের বিভিন্ন বানিজ্যিক পয়েন্টে এ র‍্যালী প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে খাবার হোটেল,রেস্তোরাঁ এবং নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুলসহ অংশগ্রহণকারীরা। নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল এর সভাপতিত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুষ্ঠিত প্রোগ্রাম বাস্তবায়নে আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের প্রতি খাদ্য নিরাপত্তায় বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মতিন খান ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষি, যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম মনিরসহ আরও অনেকে।