অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার জেলা প্রশাসককে বিভিন্ন মহলের অভিনন্দন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ ভোর ০৪:০০

remove_red_eye

৬১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জাতীয় শুদ্ধাচার কৌশলের জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এর আগে  বুধবার রাতে কালেকট্ররেট কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা জানান। ওই রাতে জেলা পর্যায়ে যারা সেরা হয়েছেন তাদের পুরস্কার প্রদান করা হয়। বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিককে ফুলের শুভেচ্ছা পাশপাশি সংবর্ধিত করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ওই সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, কে›ন্দ্রীয় মদনমোহন মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিক, ওই কমিটির সম্পাদক প্রভাষক বিপ্লব পাল কানাই, মন্দির কমিটির সহসভাপতি  শ্যামল কুমার দে ,  যুগ্ম সম্পাদক প্রবীর রায় ,  সদস্য দীপক রায় ।

প্রশাসিক কর্মকর্তা কর্মচারীদের  শুভেচ্ছা :
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তাহার মিয়াসহ ম্যাজিস্ট্রেটবৃন্দ।   কলেট্রর্টে সহকারী সমিতির সভাপতি নাজির আব্দুল মান্নান, সম্পাদক নাইমুল ইসলাম, অফিস সুপার চিত্ত রঞ্জন দাস,  বিচার শাখার গৌতম সিংহ, সহকারী নাজির কমল দে ।  মাসুদ আলম ছিদ্দিক ২০০১ সালে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। জেলা প্রশাসক হিসেবে ভোলায় ২০১৮ সালের ৬ মার্চ  যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তার দফতরে প্রথম শুদ্ধাচার অভিযান শুরু করেন।

জেলায় শুদ্ধাচার অভিযানে পুরস্কারপ্রাপ্তরা
ভোলা জেলায় শুদ্ধাচার কৌশল অভিযানে পুরস্কারপ্রাপ্তরা হলেন,  সদ্য বদলী হওয়া  সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মৃধা  মোঃ মুজাহিদুল ইসলাম,  কালেক্টরেট অফিস সুপার চিত্ত রঞ্জন দাস, স্থানীয় সরকার বিভাগের প্রধান সহকারী মরহুম আব্দুল মালেক  (২০ জানুয়ারি রাতে সার্কিট হাউসে অনুষ্ঠিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে মারা যাওয়া) বুধবার রাতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষনা ও সনদ ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ।