অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৪৬

remove_red_eye

৭৩৯


এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন :  চরফ্যাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম মেলিটারীর বিরুদ্ধে চরফ্যাশন উপজেলার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর চরফ্যাশন প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন সাবেক উপজেলা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরাজুল ইসলাম মেলিটারী রাজাকারদের সাথে আতাত করে তাদের অর্থায়নে চরফ্যাশনের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস  একটি প্রাক খসড়া  লিপিবদ্ধ করে অন্যায় করেছেন।এজন্য তার কোন ক্ষমা নেই।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনা দেন তিনি।
মোল্লা আবুল কালাম আজাদ আরও বলেন,আমাকে ও আমাদের অনেক মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্নবিদ্ধ ও রাজাকার সংশ্লিস্ট বলে সিরাজ তার বইতে উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে সিরাজকে ব্যক্তিকেন্দ্রীক স্বার্থহাসিলকারী  ষড়যন্ত্রকারী উল্লেখ করে চরফ্যাশনের মুক্তিযুদ্ধ নিয়ে এধরনের উদ্দেশ্যমুলক অপতৎপতার তীব্র নিন্দা জানায় মুক্তিযোদ্ধারা। সিরাজের ব্যাপারে দ্রæত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ করা হবে বলে মোল্লা আবুল কালাম আজাদ সাংবাদিকদের অবহিত করেন।
এসময় প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।