অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের ৪০ বছর উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৯:২২

remove_red_eye

২৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বেবি ল্যান্ড পার্কে  শনিবার সকালে জাতীয় সংগীত,  ও আমার দেশের মাটি গান গেয়ে, দুই শতাধিক বেলুন ওড়িয়ে শুরু হয় এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের ৪০  বছর পদার্পন উৎসব।  অনুষ্ঠানে ছিল, বন্ধুদের পরিচয় পর্ব,  শেষে আগামীতে সামাজিক  কাজ করনীয় ঘোষনা করা হয়। এ ছড়া, জাদু প্রদর্শন, সংগীতানুষ্ঠান,  ক্রীড়া,  লটারীর মাধ্যমে সকল বন্ধুর প্রতিভার পরিচয় ও অংশ গ্রহণ চলে।
উদ্বোধনীতে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,  পল্লী বিদুৎ ঠিকার সমিতির সভপতি ইব্রাহিম খোকন, ডা. সুরাইয়া সহ দেশের প্রতিতযশা ব্যক্তিরা

 





আরও...