অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৪৩

remove_red_eye

৫৫৫


 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৮ এর সদস্যরা পৌর বাজারে প্রায় ৩ ঘন্টা অভিযান চালায় । এ সময় পৌর বাজারের নয়া মিয়ার দোকান ও গুদাম, এমরান এর দোকান ও গুদাম এবং নুরুল ইসলাম এর দোকান থেকে প্রায় ১০০০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ নিষিদ্ধ পলিথিন বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে নয়া মিয়াকে ১০ হাজার টাকা ও নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে র‌্যাবের সদস্যদের সাথে ভোলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিয়াস চন্দ্র দাস, ভোলা পরিবেশ অধিদপ্তরের এডি আবদুল মালেক উপস্থিত ছিলেন। ভোলা পরিবেশ অধিদপ্তরের এডি আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে প্রায় ১০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তিনি আরোও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।