অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১১:০৪

remove_red_eye

২৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নিখোঁজের এক দিন পর মসজিদের পুকুর থেকে মো. রফিকুল ইসলাম কডু (৪০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিনখাম্বা এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে। তিনি মাংসের দোকানে কসাইয়ের কাজ কাজ করতেন। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার হাটখোলা জামে মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই মো. ওয়াসিম জানান, শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরেনি রফিকুল ইসলাম। বাসায় না যাওয়ায় রাতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে কালিনাথ বাজার এলাকার লন্ড্রির দোকানদার স্বপন তাঁর ফোন রিসিভড করেন। তাকে রফিকের কথা জিজ্ঞেস করলে সে জানায়, মোবাইলটি মসজিদের পুকুরের ঘাটলায় পেয়েছেন। রফিকের খবর তিনি জানেন না। পরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি তাঁর ভাইয়ের বলে চিহ্নিত করেন।
নিহতের আরেক ভাই জুলহাস জানান, রফিকুল ইসলামের মৃগী রোগ ছিলো। তবে গত এক বছর ধরে তাঁর এই রোগ দেখা দেয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে মসজিদের পুকুর থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়। পরে তার ভাই এসে লাশ সনাক্ত করেন। লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তার হাত সাদা হয়ে গেছে। তবে সে নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় কেউ সাধারণ ডায়েরী ও মৌখিকভাবেও জানায়নি। স্থানীয় কয়েক জন লোক জানিয়েছে, তাঁর মৃগী রোগ ছিলো। তবে এ স্বপক্ষে চিকিৎসকের কোনো প্রমানপত্র দেখাতে পারেনি। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।