অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় যৌতুক প্রতিরোধে ইমামদের করণীয় র্শীষক আলোচনা ও সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩৯৬

কামরুল ইসলাম: ভোলায় যৌতুক প্রতিরোধে ঈমামদের করণীয় র্শীষক আলোচনা ও জেলা ইমাম সম্মেলন হয়েছে। আজ শনিবার সকালে ইসলামিক ফাঊন্ডেশনের ভেদুরিয়া মডেল মসজিদ এর কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে সংস্থার উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।  এ সময় বক্তারা বলেন, অপসাংস্কৃতির কারনে আমাদেও সমাজে যৌতুক ডুকে গেছে। বিয়ের সময় বাধ্য করে উপহারের নামে কোন উপটৌকন জোর করে বা বাধ্য করে যৌতুক নেয়া যাবে না।  সমাজের সকলকে এ ব্যাপারে সচেতন করতে হবে। সমাজের যৌতুক প্রতিরোধে ইমামদের অনেক ভ‚মিকা রয়েছে। দিন ব্যাপী এ সম্মেলনে শতাধিক ইমাম অংশ নেয়। সভায় ইমামদের  কার্যক্রমের উপর মূল্যায়ন করে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হবে বলেও জানা গেছে।





আরও...