অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ইয়াবা ও গাঁজাসহ বাবুর্চি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২০ ভোর ০৫:৫৭

remove_red_eye

৬১০


আকতারুল ইসলাম আকাশ : ভোলায় ইয়াবা ও গাঁজাসহ এক বাবুর্চিকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুর্চির নাম মোঃ হারেজ। সে আলীনগর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) মোঃ শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাকে পাঁচ পিচ ইয়াবা ও দশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও  জানান এই পুলিশ কর্মকর্তা।