বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২০ ভোর ০৫:৪২
১১৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাকে পর্যটন ও শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে ৯৪ কিলোমিটার সড়ক আর্দশ লেনে (৩০ ফুট প্রসস্থ) উন্নিত করা হচ্ছে। আদর্শ সড়ক করতে (ভোলা-চরফ্যাসন) একনেকে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় খবরে মঙ্গলবার দুপুরে ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রকল্পের উদ্যোক্তা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ভোলা সড়ক বিভাগ আশা করছে আগামী জুলাই মাস থেকে তারা প্রকল্পের কাজ শুরু করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর নির্দেশে ভোলা-চরফ্যাসন পর্যন্ত ৭ উপজেলার যোগাযোগের জন্য প্রথম ১২ ফুট চওড়া টেকসই প্রধান পাকা সড়ক নির্মান করা হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে সড়কটি ১৮ ফুটে উন্নিত হয়। বর্তমানে ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরসদস্য তোফায়েল আহমেদের প্রচেষ্টায় ভোলার সদর থেকে চরফ্যাশন বাবুরহাট পর্যন্ত ভোলা জেলা প্রধান সড়ককে আর্দশ লেনে প্রশস্ত করার প্রস্তাব গ্রহণ করে সড়ক বিভাগ। গ্যাস সমৃদ্ধ জেলার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সড়ক পথে ভোলা-ঢাকা, ভোলা-চট্টগ্রাম বাস চলাচল শুরু হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে সহজ যোগযোগ স্থাপনের জন্য ভোলা ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। ফলে বর্তমানে সময় দাবি ভোলা-বরিশাল ব্রিজ নির্মান। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির ওই ব্রিজ নির্মানের জন্য ইতিমধ্যে অর্থনৈতিক সমীক্ষাসহ প্রাথমিক সকল কাজ শেষ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী বছরই ব্রিজ নির্মানের কাজ শুরু হওয়ার সম্ভবনার কথা সম্প্রতি এক সভায় সেতু মন্ত্রনালয়ের সচিব মোঃ বেলায়েত হোসেন জানান।
ভোলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক জানান, ভোলা জেলার যোগযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জেলার প্রধান সড়কটিকে আর্দশ লেনে পরিনত করা হচ্ছে। ভোলা সদর থেকে বোরহানউদ্দিন,লালমোহন উপজেলার উপর দিয়ে চরফ্যাশনের বাবুরহাট পর্যন্ত ৩০ ফুট প্রসস্থ ৯৪ কিলোমিটার সড়কটি আর্দশ লেন করা হবে। মঙ্গলবার একনেকের বৈঠকে প্রকল্প বাস্তবায়নে ৮৫০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। তিনি আসা করছেন আগামী জুলাই মাসে ওই সড়কের কাজ শুরু হবে।
এদিকে মঙ্গলবার দুপুরে ভোলার প্রধান সড়ক আর্দশ সড়কে উন্নিত হওয়ার খুশির খবরে বিভিন্ন পেশার প্রতিনিধিদের নেতৃত্বে তাৎক্ষনিক আনন্দ র্যালী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিেে ভোলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান , পৌর প্যানেল মেয়র শাহে আলম , ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।
চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ
ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান
চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার
চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি
লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম
আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম
লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত