অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা পেলেন নুরুন্নাহার মুন্নি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:২২

remove_red_eye

২৯৩

‘আধখোলা জানালার আলাপ’ কাব্যগ্রন্থের জন্য মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা ২০২৩ পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।

১৬ মার্চ বিকেলে মুন্সীগঞ্জের সায়লা ফারজানা মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কবি নুরুন্নাহার মুন্নি ১৯৮৩ সালের ৫ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি সমতটের কাগজ সম্মাননা (২০২১) এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ডে (২০২২) ভূষিত হন।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে নুরুন্নাহার মুন্নি বলেন, ‘আধখোলা জানালার আলাপ আমার প্রথম বই। আমি ভাবতেও পারিনি প্রথম বইয়ের জন্য সম্মানিত হবো। এই সম্মাননা আমার এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

সুত্র জাগো