অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোলায় ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১২:৪৭

remove_red_eye

২২২

ইসতিয়াক আহমেদ : আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি, মজুত এবং কালোবাজারি বন্ধে ভোলায় ব্যবসায়ীদের সমন্বয়ে ভোলা থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা সদর মডেল থানার হল রুমে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ  শাহীন ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: মাহামুদুল হাসান। আসন্ন রমজান মাসে প্রয়োজনীয় পন্য সরবরাহ ও দ্রব্যমূল্য সহনীয়  পর্যায়ে রাখার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামের বসানোর জন্য অনুরোধ করেন। এসময় বক্তরা বলেন,রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদরে প্রতি উদাত্ত আহŸান জানান। বেচাকনো ও ক্রেতা-বিক্রতোদরে সুবিধা জন্য প্রত্যেকে মার্কেটে লোকবল  রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি ব্যবসার জন্য কোন পোন্য আনতে গিয়ে কোন হয়রানি হলে তাতক্ষনিক পুলিশকে জানাতে বলা হয়েছে । ব্যবসায়ীরা যদি ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ব্যবসা করে তাদের সব ধরনের সহযোগীতা করার কথা বলেন পুলিশের কর্মকর্তারা।সভায় ক্যাব, বিভিন্ন মার্কেট, বাজার, শপিং মল, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আরও...