অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ১১:৪৭

remove_red_eye

৩৬৭

 


মোঃ মহিউদ্দিন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল  ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, ভোলা সদরে  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে অত্র কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ।এ ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। রোগী দেখে রোগ নির্ণয় করে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।এতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান ওই এলাকার প্রায় শত রোগী।
এ সময় ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন  ও দোয়া মাহফিল আয়োজন করেন। অত্র কলেজের প্রভাষক ডা. মোঃ মহিউদ্দিন,প্রভাষক হাকীম মোঃমোতাছিম বিল্লাহ, প্রভাষক হাকীম মনির হোসেন, প্রভাষক হাকীম আবুল কাশেম,  প্রভাষক হাকীম মারজান বেগম  ও প্রাক্তন ছাত্র হাকীম আসাদুল্লাহ রোগীদের চিকিৎসা সেবা দেন। অফিস সহকারি মোঃ ফয়সাল মোহাম্মদ ইব্রাহিম ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ অত্র মেডিকেল ক্যাম্পে সার্বিক সহায়তা করেন।





আরও...