অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২০ রাত ০৩:০২

remove_red_eye

৮৬৭


বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা জেলার সদর হ্সাপাতাল প্রবেশ দ্বারের দু’পাশের অবৈধ স্থাপনা সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন জানান, হাসপাতালে প্রবেশ প্রথের দু পাশে বেশ কিছু দোকানপাট গজিয়ে ওঠায় এই সব স্থানে নানা বিধি অপরাধ মূলক কর্মকান্ড হচ্ছিল। অপরদিকে রোগীদেও নিয়ে যানবাহনের চলাচলেও বিঘ্ন হচ্ছিল, এমন নানা অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৮এর একটি টিমসহ উচ্ছেদ অভিযান চালানো হয়। এই সময় শতাধিক দোকান ভেঙে সরিয়ে দেয়া হয়। ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ তৈয়বুর রহমান জানান, হাসপাতাল এলাকাকে পরিচ্ছিন্ন রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এদিকে গলমাধ্যম কর্মী মোঃ মোকাম্মেল হক মিলন জানান, হাসপাতাল এলাকায় বিভিন্ন দোকানপাটকে ঘিরে একটি দালাল চক্রের কাছে প্রতিনিয়ত রোগীরা প্রতারিত হয়ে আসছে। আবার হাসপাতালের ভিতর থেকে রোগীদের মোবাইল ছুরির ঘটনাও ঘটছে প্রায়শই। এইসব অপরাধ বন্ধে প্রশাসনের অভিযান অপরিহ্য ছিল।