অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে দুই দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ রাত ০৮:১৬

remove_red_eye

৮৫৪

লালমোহন প্রতিনিধি || প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ‘আমরা স্বাবলম্বী হবো সকলে কর দেবো’ এই ¯েøাগানকে সামনে রেখে ভোলার লালমোহনে দুই দিনব্যাপী আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ মেলার উদ্বোধন করেন। সোমবার সকালে অতিরিক্ত সহকারী কর কমিশনার (লালমোহন) কর অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। ১৮ থেকে-১৯ নভেম্বর এ দুই দিন চলবে আয়কর মেলা-২০১৯। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কর অঞ্চল বরিশালের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, কর অঞ্চল বরিশাল সার্কেল-১৬ এর অতিরিক্তি সহকারী কর কমিশনার মো. মোতালেব হোসেন প্রমুখ।