বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ১১:৩৭
২২৩
মোঃ ইসমাইল : বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শুক্রবার উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। (১৭ মার্চ) শুক্রবার সকল সাড়ে ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ভোলা জেলা প্রশাসক মে: তৌফিক ই লাহী চৌধুরী। এর পর ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম জাতির পিতার প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা প্রশাসক মে: তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা অংশ নেয়। এ সময় সভায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
জুম্মার নামাজের পর মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। দুপুরে হাসপাতাল, কারাগার,এতিমখানা, প্রতিবন্ধি স্কুল, সরকারি শিশু পরিবারে মিস্টিসহ উন্নত খাবার বিতরণ করা হয়। সন্ধ্যায় ভোলা শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও চিত্রাঙ্কল, বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
লালমোহন প্রতিনিধি জানান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ভোলার লালমোহনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, স্বাধীনতার স্বপ্নপুরুষ এবং স্বাধীনতার শব্দটির সাথে যে নেতা আমাদেরকে পরিচয় করিয়েছেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতির মহাকবি যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ, জাতীয় পতাকা এবং সংবিধান পেতাম না। জাতির পিতা বাংলাদেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। এখন তার আবর্তমানে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিয়ে এগিয়ে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারি কমিশনার (ভুমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, ওসি মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বোরহানউদ্দিন প্রতিনিধি জানান \ ভোলার বোরহানউদ্দিনে শুক্রবার স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বোরহানউদ্দিন পৌরসভা, স্কুল, কলেজ, ভোলা পলিটেকনিক, মাদ্রাসা পৃথক কর্মসূচী পালন করে। সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন পৌরসভা, বোরহানউদ্দিন থানা, মুক্তিযুদ্ধ সংসদের প্রশাসক, উপজেলা আওয়ামী লীগ, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, ভোলা পলিটেকনিট ইনস্টিটিউট সহ বিভিন্ন শ্রেনি পেশার লোক ও সংগঠন। এরপর সকাল ১০ টায় একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,মুক্তিযোদ্ধা নেতা জুলফিকার আলী, ওসি তদন্ত মো. রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সময় চিত্রাঙ্কন, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, রচনা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। এছাড়া সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ পৃথক পৃথক কর্মসূচি পালন করে। মনপুরা প্রতিনিধি জানান \ ভোলার মনপুরায় র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের সামনে ও উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এছাড়াও জুম্মার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় উপজেলা হাজীরহাট মার্কাস জামে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করে উপজেলা আ’লীগ। এতে দোয়া পরিচালানা করে মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইউসুফ।
এই সমস্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা আ’রীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আ’লীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজীসহ অন্যান্যরা।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক