অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আওয়ামীলীগের উদ্দ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ১১:৩৫

remove_red_eye

২০৮


 

এম ছিদ্দিকুল্লাহ :  ভোলায় নানা আয়োজনে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে  জাতীয় পতাকা উত্তোলন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পু¯পস্তবক অর্পণ করেন। সকাল ৯ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের  চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


এর পর  আলোচনা সভায় সিঙ্গাপুর থেকে ভার্চ্যুালী প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের ভোলা সদর সংসদ সদস্য  তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, আ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: ইউনুস, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  শফিকুল ইসলাম, ইয়ানুর রহমান বিল্পব, দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ সামসু,আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম,আক্তার হোসেন,যুগ্ম সম্পাদক আবিদুল আলমসহ যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত করা হয়।






আরও...