অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

২৭২

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শত দরিদ্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবসে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন।
পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ওই ড্রেস দেয়া হয় বলে ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জানান। তাঁরা আরো জানান,গত ১২ বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন।
ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. ইউসুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার, পৌর কাউন্সিলর মো. জোহেব হাসান, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা,কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।