অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ২৬ মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৩ রাত ০৮:৪০

remove_red_eye

৩১০

এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে "মুক্তিযুদ্ধের গল্প বলা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
১৬ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগমের সভাপতিত্বে চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তৃতা করেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, প্রকল্প কমান্ডার আবু হোসেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাষ্টার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলো, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।