অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় স্ত্রীর সিজার অপারেশনের রক্তদাতাকে বাড়িতেপৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

১৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় স্ত্রীর সিজার অপারেশনে রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাক চাপায়  স্বামী মো. সামসুর রহমান শুভর (২৮) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গভীর রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শুভ ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিন চাপড়ী গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ও দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ছিলেন।
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্র  জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ভোলা মেঘনা হেলথ কেয়ার হাসপাতালে সামসুর রহমান শুভ’র স্থ্রীর সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। তখন সন্তান ভূমিষ্ট হওয়ার পর তাঁর স্ত্রীর জন্য রক্ত প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতা হাসপাতালে এসে রক্ত দেয়। রক্ত দেওয়া শেষে রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিতে শুভ  নিজের মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিনের মনিরাম এলাকায় যায়। পরে সেখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে । রাত ১ টার দিকে বাংলা বাজার স্থান পর্যন্ত মোবাইলে স্বজনদের সাথে যোগাযোগ হয়। কিন্তু তার পর ফোনে তাকে আর পাওয়া যায়না। পরে জানা যায়, ভোলা সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় আসলে পিছন দিক থেকে একটি দ্রæতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহিন ফকির সাংবাদিকদের কাছে নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে ময়নাদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





আরও...